মৌলভীবাজার জেলা প্রতিনিধি :- শমসের নগর স্টেশনে উপবন ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি কেটে রেখে দুই ঘন্টা বিলম্বে রাত ২টায় যাত্রা শুরু করে। ঢাকাগামী যাত্রীবাহী ৭৪০ নং আন্তনগর উপবন এক্সপ্রেস এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে । গত বুধবার দিবাগত রাত ১২টায় এ ঘটনাটি ঘটে। স্টেশন সূত্রে জানা যায়- বুধবার রাত ১০টায় ঢাকাগামী আন্তনগর উপবন ট্রেন সিলেট থেকে যাত্রা শুরু করেছিল। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া স্টেশনের পরবর্তী লংলা স্টেশন অতিক্রমকালে ট্রেনের বগি (গ-প্রথম শ্রেণি বার্থ)-ও চাকার সংযুক্ত একটি লোহার রড ভেঙ্গে যায়। এ অবস্থায় ভাঙ্গা রডটিসহ টেনে ট্রেনটি টিলাগাও, মনু স্টেশন অতিক্রম করে রাত ১২টায় শমসেরনগর স্টেশনে এসে যাত্রা বিরতি করে। এর মাঝে মনু রেল সেতুসহ অনেকগুলো সেতু অতিক্রমকালে বগির ঝুলে থাকা লোহার রডের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারত। পরে চালক বিষয়টি বুঝতে পেরে উপবন ট্রেন থেকে ক্ষতিগ্রস্ত বগিটি কেটে শমশেরনগর স্টেশনের ২নং লাইনে রেখে বাকি যাত্রীবাহী বগি নিয়ে রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উল্লেখ্য- গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পিতিবার রাতে একই রেলপথের সাতগাঁও স্টেশন এলাকায় ঢাকাগামী উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যূত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছিল। পরে টানা ১৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে রেল যোগাযোগ পুণ:স্থাপিত হয়েছিল।