নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ার রেজুমিয়া মরহুম বেতুমিয়া সাহেব বাড়ী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের আমরা আইনের আওতায় এনেছি এবং আনবো। মাদক ও সন্ত্রাসের সাথে যদি আমার দলের কোনো নেতাকর্মীও জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠিন থেকে কঠোর ব্যবস্থা নিবো। সোহেল চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রীর প্রচেষ্টায় আজ আমরা খাদ্য ও বস্ত্রে স্বয়ং সম্পূর্ন একটি জাতী হিসেবে বিশ^ দরবারে পরিচিতি পেয়েছি। ছাগলনাইয়ায় ভিটা আছে কিন্তু ঘর নেই এমন ২৭৫ টি অসহায় পরিবারকে আমরা প্রধান মন্ত্রীর দেয়া প্রকল্প থেকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছি। সোহেল চৌধুরী উপস্থিত সকলকে বলেন, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আপনারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। শেখ হাসিনা বেঁচে থাকলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় মরহুম বেতুমিয়া সাহেব বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা, ফেনী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান ধারা। পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন টিটুর সার্বিক তত্ত্বাবধানে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যবসায়ী সহিদ হোসেন পাটোয়ারী। বিশিষ্ট্য ব্যবসায়ী রেজাউল করীম ভূঁঞা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আফছার, ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রউপ ভূঁঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেত্রবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: