মনিরুল ইসলাম মনির : পঞ্চম ধাপের মতলব উত্তর উপজেলার ১২ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন গতকাল ২৮ মে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মাইজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৮ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকী ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি ইউনিয়ন পরিষদেই সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে ইউনিয়ন পরিষদের কেন্দ্র ঘুরে দেখা যায়, সুলতানাবাদ ইউনিয়নের প্রত্যেকটি ভোট কেন্দ্রে স্থায়ীভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঐ ইউনিয়নে বিজিবিসহ স্টাইকিং ফোর্স, মোবাইল টীমে পুলিশ সদস্যদের টহলরত অবস্থায় দেখা যায়। ষাটনল ইউনিয়নের শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুধু সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র ৯নং ওয়ার্ডে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। এছাড়া জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বড় হলদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের পূর্ব নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফৈলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঢ়ীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া উচ্চ বিদ্যালয়, ঠেটালিয়া নওয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। নারী ভোটাররা দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করেছে। তবে তাদের মত প্রকাশ করে ভোট করতে পারায় ভোটাররা খুব খুশী।
এ উপজেলার একাধিক নারী ভোটার জানান, নির্বাচনের পূর্বে ভেবেছিলাম ভোট প্রদান করতে পারবো না। কিন্তু এ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। নিজের মত প্রকাশ করতে পেরে তারা খুব খুশী।