জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য খালেদা জিয়াকে ১৯ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনের জন্য ওই দিন ধার্য করেন। আজ খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
মামলা স্থগিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে উল্লেখ করে আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য দু’টি সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
এ নিয়ে চতুর্থ দফায় পেছাল আত্মপক্ষ সমর্থনের শুনানি। এর আগে গত ৭, ১৭ ও ২৫ এপ্রিল এবং ৫ মে চার দফায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়।