কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
বিএনপি’চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি অংঙ্গ ও সহযোগি সংগঠন।
সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ এসময় অবিলম্বে রায় বাতিল করে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।