নয়া আলো ডেস্ক- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে বৈঠক করেছেন বিট্রিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক।
বুধবার বিকেল সাড়ে ৫টায় থেকে সাড়ে ছয়টা পর্যন্ত রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বিট্রিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বাংলাদেশে আসার পর এটাই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে প্রথম সাক্ষাৎ হল। তিনি ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।
তবে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।