
নয়া আলো ডেস্ক- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন চীনের ভাইস মিনিস্টার জেন জিয়াওসং।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া চীনের ইন্টারন্যাশনাল ডিপার্ডমেন্ট অফ সিপিসি সেন্টার কমিটির পরিচালক মিস্টার ইয়ান জাহাবিন, ডেপুটি পরিচালক মিসেস জিংপিং, মিস্টার কাও জিগান, স্টাফ অফিসার মিস্টার গো মিন, থার্ড মিনিস্টার তান উই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।