
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় বিএনপি উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া ও আলোচনাসভা করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ পৌরসদরের মোবারকপুর পিরতলা মসজিদে দোয়া মাহফিলপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুণ অর রশীদ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হুমায়ুন কবীর, কৃষকদলের সভাপতি আকবার আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর ছাত্রদলের সভাপতি শাহাজাহান আলী, সাধারন সম্পাদক আরাফাত হোসেন কোমল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে নাভারন ইউনিয়ন বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মিনুর সভাপতিত্বে পুরাতন বাজার জামে মসজিদে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম-আহবায়ক আলহাজ্ব নুরুজ্জামান কনক, আমির হোসেন মেম্বার, নজরুল ইসলাম, বিএনপি নেতা ইন্তাজুল ইসলাম মেম্বার, রফিকুল ইসলাম, তবিবর রহমান, আব্দুস সামাদ, যুবদল নেতা মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান বিপ্লব, শরিফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।