বিএনপি জামায়াতের ‘চুক্তিবদ্ধতা’ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি সন্ত্রাসী দল জামায়াতের সাথে যে চুক্তিবদ্ধ হয়ে আছে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ। যতদিন পর্যন্ত খালেদা এদের সাথে সাথে থাকবে ততদিন দেশে সমস্ত জঙ্গি হামলার জন্য খালেদাকে আমি আমার সন্দেহের তালিকায় রাখব।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা এবং জঙ্গিবাদ আলাদা কিছু নয় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আগুন যুদ্ধে পরাজিত খালেদা সাম্প্রতিককালে গুপ্ত হত্যার নতুন কৌশল বেছে নিয়েছেন। আর এই খালেদাকেই খুঁটি বানিয়ে জঙ্গিরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদের ধ্বংস করাই এখন আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক কর্তব্য।
ব্লগার হত্যাসহ-সাম্প্রতিককালে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডে খালেদা জিয়া এবং তার দল বিএনপির ভূমিকা ন্যক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি দেশের সমস্ত বাম দলগুলোকে শেখ হাসিনার ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া।