নয়া আলো-
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত্রকারীদের মূল নেতা খালেদা জিয়া। তিনি বাংলাদেশবিরোধী গোষ্ঠীর প্রধান প্রতিনিধি। তাকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। তা নাহলে এ দেশের মানুষের মুক্তি আসবে না। এ দেশে শান্তি আসবে না।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী আরো বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করেন না, এই সত্যিটা তিনি বার বার প্রমাণ করেছেন। পয়লা বৈশাখে তিনি তা আবারও প্রমাণ করলেন। এবার তার হাত (খালদা জিয়া) আক্রান্ত করল আমাদের প্রাণের চেয়েও প্রিয় জাতীয় সংগীতকে। জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে সবাই দাঁড়িয়ে যায়, কিন্তু পয়লা বৈশাখে বিএনপি কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত অনুষ্ঠানে ঘটল আরেকটি ন্যক্কারজনক ঘটনা। সেদিন তার দলের নেতা-কর্মীরা এবং খালেদা জিয়া নিজে জাতীয় সংগীত গাইলেন বসে বসে। এর মাধ্যমে আরো একটি রাষ্ট্রদ্রোহী কাজ করলেন তিনি। এর আগে যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবি করে, খালেদা জিয়া আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধকে অপমাণ করেছিলেন।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ম. ইসমাইল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।