
খুঁজে পাওয়া যাচ্ছে না ফকিরহাটের বঙ্গবন্ধু মাদ্রাসার ছাত্র ১৭ বছর বয়সী তালহাকে। গত ১৩ ই মে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার সময় বাগেরহাট ফকিরহাটের বঙ্গবন্ধু মাদ্রাসায় যাওয়ার কথা বলে রামপালের মানিকনগর এলাকা থেকে তালহা রওনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তালহার সন্ধান পাওয়া যায় নাই।
তালহা জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছেন। তার মা প্রবাসে রয়েছেন। বৃদ্ধা নানি জয়নাব বেগমের তত্ত্বাবধানে রয়েছেন তালহা। আত্মীয়-স্বজন ও পরিচিত দের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তালহা কে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তার বৃদ্ধা নানি জয়নাব বেগম। দ্বারস্থ হয়েছেন রামপাল থানা পুলিশের।
ইতিমধ্যে তালহার নানি জয়নাব বেগম রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকার ইউসুফ শেখের ছেলে ২০ বছর বয়সী রাশেদুল শেখ ফুষলিয়ে কোথাও নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। যদি কেহ তালহার সন্ধান পান তবে 01312 480487 নাম্বার অথবা রামপাল থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Please follow and like us: