খুলনায় ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন- লতিফা বেগম (৬০) ও তার ছেলে ওহিদুল ইসলাম (৩২)।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার গোয়েন্দা কর্মকর্তারা ফুলতলার গাড়াখোলা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ২১০ পিস ইয়াবাসহ তাদের আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার গোয়েন্দা শাখার ইনচার্জ ইনসপেক্টর পারভীন আখতার জানান, গোপন খবরের ভিত্তিতে তাদের একটি টিম ফুলতলার গাড়াখোলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের ঘরের শোকেসের ড্রয়ার থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।