খুলনা প্রতিনিধিঃ- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৮৫) ও জলুর রহমান (৭৫) নামের দুই কয়েদির মৃত্যু হয়েছে। খুলনা জেলা কারাগারের দুই কয়েদি মারা গেছেন । শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন জেল সুপার মো. কামরুল ইসলাম।
খুলনা কারাগারের জেলার জানান, মৃত দুই কয়েদি হলেন, সাতক্ষীরার তালা উপজেলার বাড়ইহাটী গ্রামের মৃত আবু সরদারের ছেলে আবুল হোসেন ও মাগুরার মহম্মদপুর রায়পুরের মৃত মোজাহারের ছেলে ফজলুর রহমান।
তারা দুজনই পৃথক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খুলনা কারাগারে ছিলেন। অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তারা মারা যান।