খুলনা প্রতিনিধিঃ- জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় ঘোষণাকে সামনে রেখে খুলনা মহানগর বিএনপি আগাম কর্মসূচি ঘোষণা না করলেও নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকার আদালতে রায় ঘোষণা করা হবে। এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান আসামি। দোষী প্রমাণ হলে তাকে কারাগারে যেতে হবে।
রায় ঘোষণাকে সামনে রেখে গত কয়েক দিন ধরে খুলনা শহর এবং জেলায় পুলিশের ধরপাকড় চলছে। ইতোমধ্যে শহরের অর্ধশত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে বলে নেতারা জানিয়েছেন। সর্বশেষ গত সোমবার খুলনা মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির জরুরি সভার পর প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে রায় ঘোষণার দিন নেতা-কর্মীদের প্রস্তুতি নিয়ে রাজপথে থাকতে বলা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, রায়ে খালেদা জিয়ার সাজা হতে পারে। এমন ধারণা থেকে করণীয় নির্ধারণ করতে খুলনা মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়। সভায় অধিকাংশ নেতা তীব্র প্রতিবাদ গড়ে তোলার পক্ষে মত দেন। তবে কেউ কেউ ধ্বংসাত্মক কাজে না জড়িয়ে শান্তিপূর্ণ প্রতিরোধের কথা বলেছেন। সভায় উপস্থিত বিএনপির দুইজন নেতা জানান, শনিবার থেকে নগর ও জেলাজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। কয়েক দিনে বিএনপি, যুবদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের অর্ধশত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকেও গ্রেপ্তারের খবর আসছে। এ অবস্থায় আগাম কর্মসূচি ঘোষণা করা হলে ধরপাকড় আরও বাড়তে পারে। এ জন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্বল্প সময়ের নোটিশে সবাই যাতে রাস্তায় নেমে আসতে পারে সেই প্রস্তুতি থাকবে। মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, রায় ঘোষণার পরপরই তাদের কর্মসূচি শুরু হবে। কর্মসূচি ‘কী’ হবে- সেটা তখনই নির্ধারণ করা হবে। তবে সব কিছু হবে শান্তিপূর্ণভাবে।