
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল আহ্বান করা হয়েছে। জেলা ও মহানগর বিএনপি এ হরতাল ছাড়াও আগামী ২৯ মে পর্যন্ত চার দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ও মহানগর বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি আহ্বান করা হয়। এ সময় বিএনপির মহানগর সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, ডিবি পুলিশের পোশাক পরে খুনিরা হত্যাকাণ্ডে অংশ নেয়। এর মধ্যে আইন শৃংখলাবাহিনীর কোনো সদস্যও থাকতে পারে। তবে খুনি যেই হোক, পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িত এ খুনিদের পুলিশ চেনে। তারা পুলিশের আশ্রয়- প্রশ্রয়েই আছে। তিনি নিহতের পরিবারের নিরাপত্তা দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ দলের নেতা-কর্মীরা।