
খুলনা প্রতিনিধি: খুলনার খানজাহান আলী (র.) (রূপসা সেতু) সেতুর টোলপ্লাজা থেকে চারলাখটাকার ভারতীয় চিংড়ী পোনা, ৫ মটরসাইকেল, ১পিকআপসহ ৯জনকে আটক করেছে কোষ্টগার্ড।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোষ্টগার্ড কর্মকর্তারা জানান, ভারত থেকে নিম্নমানের চিংড়ী পোনা চোরাকারবারীদের মাধ্যমে বিভিন্ন স্তানে পাচারহচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় কোষ্টগার্ড। এ সময় সেতুর টোলপ্লাজা থেকে ৫টি মটর সাইকেলে ও একটিপিকআপে ৪লাখ টাকার ভারতীয় পোনা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীর সাথে জড়িত থাকার অভিযোগেনয়জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ী সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। পরে তাদেরকে রূপসা থানায়হস্তান্তর করা হয়।