মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধি:- তালা উপজেলার নওয়াপাড়ার পেট্রোল পাম্পের কাছে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসের সাথে সাতক্ষীরা গামী মটরসাইকেলের সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে বাপ্পী হোসেন ও আতাউর নামের দুই মটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। শনিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নওয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,নিহত ওই দুই যুবকরা হলেন-খুলনা শহরের শেখ পাড়া এলাকার বাপ্পী হোসেন (২৭) ও আতাউর রহমান (৩০)। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুকনগর পুলিশের এস আই কামরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে