ফিলিপাইনের হবু প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে দেশটির প্রভাবশালী ক্যাথলিক গির্জাকে ‘সবচেয়ে বড় ভণ্ড প্রতিষ্ঠান’ এবং যাজকদের ‘কুকুরের বাচ্চা’ বলে মন্তব্য করেছেন।
তিনি অভিযোগ করেন, অনেক ধর্মযাজক (বিশপ) দুর্নীতিবাজ এবং তারা তিনিসহ অন্য রাজনীতিকদের আনুকুল্য চান।
শনিবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। রবিবার ভোরে ওই সংবাদ সম্মেলন শেষ হয়।
দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের মেয়র দুতের্তে গত ৯ মের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬০ লাখ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
খ্রিস্টান প্রধান ফিলিপাইনের কোনো শীর্ষস্থানীয় রাজনীতিক সাধারণত প্রভাবশারী গির্জার বিরুদ্ধে কথা বলেন না। তবে ফিলিপাইনের ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত এই রাজনীতিক মুখে লাগাম দিতে অভ্যস্ত নন।
এর আগে গত নভেম্বরে পোপ ফ্রান্সিসের ম্যানিলা সফরকালে দুতের্তে যানজটে কয়েক ঘণ্টা আটকে থাকলে তিনি পোপকে অভিশাপ দেন।
দুতের্তে বলেন, ‘ফিলিপাইনের বহু লোকের খাবার আর ওষুধ কেনার সামর্থ্য নেই আর তোমরা (বিশপরা) আজাইরা লোকদের টাকা উপভোগ করছ। তোমরা কী নিজেদের নিয়ে লজ্জিত নও, তোমরা কুকুরের বাচ্চা।’
‘আপনারা জানেন, ক্যাথলিক চার্চ সবচেয়ে ভণ্ড প্রতিষ্ঠান।’