৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা




গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২২ ২০১৮, ১৭:২০ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ –  সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির বিভাগীয় নির্বাচন আজ বৃহঃবার অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভাগীয় প্রতিনিধি পদে প্রার্থী নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান, নাফিসা তাসনিম (এমবিবিএস), মাহমুদুল হাসান (ইইই), শর্মীলা ইসলাম, রাবেল মিয়া (ফার্মেসী), প্রশান্ত বিশ্বাস (এমপিবিই), মসিউর রহমাম (সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম), সিরাজুল ইসলাম (বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি), মোহাম্মদ আলী (ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি), সবুজ মিয়া, তানিয়া সুলতানা তৃপ্তি (আইন), শাহিন হোসেন (মাইক্রোবায়োলজী), সুদিপ্ত কুমার রাতুল (ফিজিওথেরাপী), হৃদয় আহমেদ, সানজিদা আফরিন (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), মহসিন হোসেন, সাবিনা ইয়াসমিন (ইংরেজী), সাইফুর রহমান রানা (ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স), শিবিলু পারভেজ (ফলিত গণিত), ফজলে রাব্বি (ফিজিক্স এন্ড কেমিস্ট্রি), সুজন আলী (রাজনীতি ও প্রশাসন), নাঈম হোসেন, নাবিলা আক্তার (বিবিএ)।  ডেন্টাল ইউনিট এ কোনো প্রার্থী নেই, ডেন্টালে প্রার্থীর পদ শূন্য রয়েছে।

বৃহঃবার (২২ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বিষয়টি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিশ্চিত করেছেন ।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ৬টি পদে নির্বাচন অনু্ষ্ঠিত হয়। পদ গুলো হল সহ সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রিয়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার ও সমাজসেবা সম্পাদক। বিভাগীয় প্রতিনিধি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার গত ১০ মার্চ মনোনয়নপত্র বিতরণ, ১১ মার্চ মনোনয়ন পত্র জমা, ১২ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার আর ১৫ মার্চ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন।

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছাত্র সংসদ। নির্বাচিত এ ছাত্র সংসদের মেয়াদ হবে ২ বছর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা এ নির্বাচনের লক্ষ্য।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET