
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের এনডিসি মো. সুমন জিহাদীর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গভীর রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দুস্থ, অসহায় দরিদ্র, প্রতিবন্ধি, রিক্সাওয়ালা ও ছিন্নমুলদের মাঝে কম্বোল এবং শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে।
ঘর-বাড়ি ছাড়া অসহায় ছিন্নমূলরা যখন রেলস্টেশনের বারান্দায় আশ্রয় নিয়ে শুয়ে ছিলেন তখন তাদের গায়ে দেওয়ার মত তেমন কোন গরম কাপর ছিল না। শীতে তারা কাঁপছিলেন। ঠিক তখনি এনডিসি মো. সুমন জিহাদী হাজির হয়ে এসব ছিন্নমুলদের মাঝে কম্বোল বিতরণ করেন।
হঠাৎ কাকতালীয়ভাবে রাতে কম্বোল পাওয়াতে তারা খেই হারিয়ে ফেলে। কিভাবে তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করবেন ভাষা খুজে পাচ্ছিলেন না।
এছাড়া কাকজিয়াপাড়া, ডাংগুয়াপাড়ায় কয়েকটি বাড়ি বাড়ি গিয়েও হতদরিদ্রদের মাঝে কম্বোল ও শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং, রংপুর লাইভ ডটকমের সহকারি সম্পাদক মো. নুর হাসান প্রমুখ।
এনডিসি মো. সুমন জিহাদী বলেন, প্রকৃত শীতার্তদের মাঝেই যাতে কম্বোলগুলো দেওয়া যায় এজন্য রাতে বিতরণ।