
গাইবান্ধা সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম। অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ-উজ-জামান, সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাছিনা বেগম ছাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ের সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে ভালো কাজের জন্য ইউনিয়ন দলনেতা ও আনসার কমান্ডারকে বাইসাইকেল ও সেলাইমেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।