
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১শ’ জন কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও লবণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক চঞ্চল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি সচেতন হই, লকডাউন মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তায়ালা হয়তোব বা আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করবেন। প্রচুর খাদ্য মজুদ আছে তাই কাউকে খাদ্য নিয়ে বিচলিত না-হওয়ার পরামর্শ দেন তিনি। পর্যায়ক্রমে আরো সহায়তা প্রদান করা হবে এমন আশ্বাসবাণী করেন জেলা প্রশাসক।