গাইবান্ধা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে পৌরসভার আয়োজনে ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে শুভ-উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের নিউট্রিশন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক কোর্ডিনেটর রায়হানা ইসলাম, পৌরসভার কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, মহিউদ্দিন রিজু, শহীদ আহমেদ ও সদর উপজেলা সহকারী সার্জন ডা. ওয়াশেক রহমান তালুকদার প্রমুখ।
ল্লেখ্য; ৫ থেকে ১৯ জুন পর্যন্ত এ পৌরসভা ওয়ার্ড এলাকায় ৫৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ২শ’ ৩৮ জন এবং এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী ৯ হাজার ৩শ’ ১৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে পৌরসভা কার্যালয় সূত্র জানায়।