গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫জুন) দুপুরে স্থানীয় ইভিটেক্স এ্যাপারেলস্ গার্মেন্টস সংলগ্ন অধাপাকা একটি বসত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আগুনে ঐ বসত বাড়ির ২০টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
বাড়ির মালিক সফুরুদ্দিন জানান, তিনি কয়েকটি আধ পাকা ঘর তৈরী করে কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। বেলা ১২টার দিকে ভাড়াটিয়ার ঘর থেকে ধোঁয়া দেখতে পেয়ে অন্য ভাড়াটিয়ারা পার্শ্ববর্তী কারখানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনের সময় ঘরগুলোর বাসিন্দারা কারখানায় কর্তব্যরত থাকায় অধিকাংশ ঘরই তালাবদ্ধ অবস্থায় ছিল। এতে প্রায় ঘরগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মো: রায়হান চৌধুরী জানান, বেলা ১২টার দিকে ৯৯৯ থেকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা খানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।