
গাজীপুরের শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বৈরাগীরচালা পশ্চিম পাড়া ভূইয়া বাড়ী ও উত্তর পাড়া এলাকায় পারিবারিক কবরস্থান থেকে আকস্মিকভাবে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
নিহতের চাচা হাজী আব্দুল রহীম ভূইয়া জানান, তার ভাতিজা মৃত শহিদুল্লাহ ভূইয়া (৬২), মৃত আলতাব হোসেন ভূইয়া(৬০) এবং খুরশেদ এর পিতা মৃত মনির হোসেনের কঙ্কাল গতরাতে কবর থেকে চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।
রবিবার সকালে নিহতের স্বজনেরা কবরের মাটি সরানো দেখলে তাদের সন্দেহ হয়। কবরস্থানে গিয়ে কবরের ভেতর কঙ্কালের অস্তিত্ব দেখতে না পেয়ে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।পরে তারা কোন উপায়ান্তর না দেখে নিজেরাই মাটি দিয়ে কবর ঢেকে দেয়।
বার বার এ এলাকায় কবর খুড়ে কঙ্কাল ও লাশ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি কঙ্কাল চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান আমি খবর পেয়েছি এবং ঘটনা তদন্তের জন্য লোক পাঠিয়েছি।