গাজীপুরের শ্রীপুরে গণধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা। শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকা হতে গ্রেফতার করা হয় তাকে। শনিবার এক সংবাদ ব্রিফ্রিং এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামি নাজমুল হাসান (৩০) উপজেলার ইন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে
মেজর মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি আভিযানিক দল গাজীপুরের শ্রীপুর থানাধীন ইন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামী নাজমুলকে গ্রেফতার করে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ২৭ জুন (রবিবার) ঘুরতে যাওয়ার কথা বলে ইন্দ্রপুর এলাকায় সাফারি পার্ক সংলগ্ন আনোয়ারা বেগমের বাড়িতে ঐ নারীকে তিন বন্ধু মিলে গণধর্ষণ করে। পরে ভোক্তভোগী নারী বাদী হয়ে চার জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন । মামলার প্রধান আসামী সাগর শেখকে ঐ দিনই গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ ।