গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতুলি নামক স্থানে যাত্রীবাহী একটি বাস দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। তৎক্ষণাৎ তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ৪০ থেকে ৪৫ বছর বয়সী ওই দুই ব্যক্তির জামার পকেটে বোয়ালী ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী শাহাদতের নির্বাচনী লিফলেট পাওয়া গেছে। তা থেকে ধারণা করা হচ্ছে তারা বোয়ালী এলাকার বাসিন্দা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: