গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপা এলাকা থেকে স্থানীয় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের আব্দুল মান্নান (৪০) নামের ঐ কর্মকর্তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
গ্রামীণ ব্যাংক মাওনা শাখার শাখা ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, দক্ষিণ বারতোপা মহিলা সমিতি থেকে কিস্তির টাকা নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে কমপক্ষে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা পদ্মা হাসপাতাল ও পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কে বা কারা হামলা করেছে তাৎক্ষণিক চিহ্নিত করতে পারেননি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।