৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গাজীপুর সিটির বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা ! দুর্ভোগে নগরবাসী

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২১, ১৬:০৯ | 980 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অপরিকল্পিতভাবে নানা স্থাপনা গড়ে উঠায়,পর্যাপ্ত নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই গাজীপুর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বছরব্যাপী ধীর গতির কাজের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলেও মনে করেন অধিকাংশ নগরবাসী।

বৃষ্টি হলে নগরের প্রতিটি সড়কেই একই অবস্থা ভোগড়া বাইপাস, নলজানি, চান্দনা চৌরাস্তা,বাসন, খাইলকুর, কলমেশ্বর, গাছা, কুনিয়া, তারগাছ, টঙ্গীর হোসেন মার্কেট, এরশাদ নগর, কলেজ গেট, স্টেশন রোড, খাঁ পাড়া সড়ক, আরিচপুর এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি, পয়োনালা ও নর্দমার পানি মিশে পরিস্থিতি আরও খারাপ হয়। দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় ভোগড়া চৌরাস্তা, মধ্যপাড়া, বাসন, তারগাছ, খাইলকুর, টঙ্গীর হোসেন মার্কেট, খাঁ পাড়া সড়ক, সফিউদ্দিন রোড, সুরতরঙ্গ রোড, লেদু মোল্লা রোড, দত্তপাড়ার রোড,বউ বাজার, আরিচপুর, গাজীবাড়ি, মাছিমপুর, টঙ্গী থানা ও টঙ্গী সরকারি হাসপাতাল এলাকায় ।

মঙ্গলবার (১ জুন)  সকালে দেখা যায় ভোগড়া বাইপাস, টঙ্গী স্টেশন রোড এলাকা সহ আশেপাশে কোমড় পর্যন্ত পানি। এতে যান চলাচল যেমন ব্যহত হচ্ছে তেমনি ভোগান্তিতে অফিসগামী হাজারো মানুষের। পানি বেশি থাকায় চালকেরা রাস্তার গতিপ্রকৃতি পরিমাপ করতে পারছে না।এতেই ঘটছে দূর্ঘটনা। অনেক গাড়ি রাস্তার মাঝে কাত হয়ে পড়ে আছে এতে তৈরী হচ্ছে যানযট। ভোগড়া বাইপাস হতে কোমর পানি মারিয়ে যাচ্ছেন কর্মমুখী মানুষেরা।

কড্ডা এলাকার তৌহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীক কাজে আমার আবদুল্লাহপুর যেতেই হবে। গাড়ী চলছে না তাই হাঁটু পানির মধ্যেই হেঁটে রওনা হয়েছি।

গাজীপুর সিটি কপোরেশনের ৩৫ ওয়ার্ডের বাসিন্দা রাকিবুল ইসলাম শাওন জানান,বাড়িতে এখন কেউ অসুস্থ হলে হসপিটালে নেওয়ার মতো অবস্থা নেই। এলাকাতেও পানি আটকে আছে হসপিটালের মধ্যেও পানি ডুকে পড়েছে।

মাওনা চৌরাস্তা থেকে আগত মৌসুমী ফল বিক্রেতা আসাদ জানান, সকালে পাইকারি মার্কেট থেকে মৌসুমী ফল কিনেছি, আমার দোকান মাওনাতে। যেভাবেই হোক কোমড় পানি হলেও আমাকে এগুলো নিয়ে দোকানে যেতে হবে ।

হাতে সার্ট-প্যান্ট পড়নে লুঙ্গী পড়ে ভিজতে ভিজতে যাচ্ছেন ফিরোজ আহমেদ শোভন। প্রশ্ন করতেই বলে উঠলেন বেসরকারি  চাকরি করি, চাকরি বাঁচাতে কোমর পানি কেন সাতরিয়ে হলেও অফিসে যেতে হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, অতিবৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছে তবে আশা করছি দ্রুত এসব পানি সরে যাবে। সিটি করপোরেশন এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং আরও কাজ চলমান আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET