খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশ ০১কেজি ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ২ জনকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানাযায়,১৩ জুলাই২০২৪ রাত ৮টা ১০ মি: সময় গুইমারা থানার এসআই(নি:) জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া গুইমারা থানাধীন ০২ নং হাফছড়ি ইউপির ০৬ নং ওয়ার্ডের আলমগীরের দোকান সংলগ্ন পথাছড়া রাস্তার মোড় হইতে আসামী ১। মোঃ সুমন(৩০), পিতা- মৃত নুরুল ইসলাম, ২। মোঃ রুবেল (২৪), পিতা- মফিজ , উভয় সাং- জালিয়াপাড়া, ০১ নং ওয়ার্ড, ০২ নং হাফছড়ি ইউপি, থানা- গুইমারা, জেলা- খাগড়াছড়িকে গাঁজা (মাদকদ্রব্য) ক্রয়-বিক্রয় করা কালে তাদেরকে আটক করে এবং তাদের হেফাজত হইতে ০১কেজি৫২০ গ্রাম গাঁজা(মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন জানান,খাগড়াছড়ি পুলশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান পরিচালনাকালে পথা ছাড়া এলাকা হইতে উল্লেখিত মাদকদ্রব্য সহ আসামিদ্বয়কে গ্রেপ্তার করা হয়ে। মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক মুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান এর পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। সমাজের সকল সচেতন মানুষকে সচেতন হয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে খাগড়াছড়ি জেলা পুলিশ এবং গুইমারা থানা পুলিশ সর্বদাই তৎপর আছে।