বাঙালির সার্বজনীন লোকজ উৎসব পহেলা বৈশাখ।আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ।সারা দেশের ন্যায় পাহাড়ে বইছে বৈসাবি উৎসব,আনন্দ আর উল্লাস।গানের সুরে,নূপুরের ছন্দে,নাচের তালে তালে মেতেছে পাহাড়ী তরুণ-তরুণীরা।পাহাড়ী পল্লীগুলো সেজেছে হরেক রকম পোশাকে।পাহাড়ি পল্লীগুলোতে এখন জমজমাট বৈসাবি উৎসবের আসর। বৈসাবি মানেই পাহাড়ে প্রাণের উৎসব আর সম্প্রীতির মেলবন্ধন।বাংলা নববর্ষ ১৪৩১’উদযাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে গুইমারা উপজেলা প্রশাসন।
বাঙ্গালীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উদ্যাপন উপলক্ষ্যে,গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে,রবিার(১৪ এপ্রিল) সকাল ১০টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় বাঙ্গালী,চাকমা, মারমা আর ত্রিপুরাদের মিলন মেলায় পরিণত হয় গুইমারা উপজেলা।উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি গুইমারার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।এতে প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা আ’লীগসহ, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।