বাঙ্গালি সংস্কৃতির বড় উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮এপ্রিল২০২৪) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, মৎস্য অফিসার দিপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চেšধুরী।এয়াড়া বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলার গুরুত্বপুর্ন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।সভায় পহেলা বৈশাখ উদযাপন,মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসচীর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। নববর্ষের এই উৎসব সুষ্ঠ ও সুশৃংখলভাবে সম্পন্ন হয় সে জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।