এম দুলাল আহাম্মেদ,গুইমারা:
দেশের বিভিন্ন স্থানের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় পালিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস। ৮মে মঙ্গলবার বেলা ৩টায় যুব রেড ক্রিসেন্ট গুইমারা উপজেলা ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্নাঢ্য র্যালী বের করা হয়। গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে যুব রেডক্রিসেন্ট গুইমারা উপজেলার ইউনিটের সদস্য/সদস্যা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
৮মে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামতী জীন হেনরী ডুনান্ট এর ১৯০তম জন্মদিন ও বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে ১৮৬৩ সালের এদিনে রেডক্রস/রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠে। প্রতিবছর ৮মে বিশ্বব্যাপী আর্তমানবতার সহায়তার মর্মবাণী ছড়িয়ে দিতে দিবসটি পালিত হয়। জাতীয় ও আর্ন্তজাতিক ক্ষেত্রে কোন প্রকার ভেদাভেদ ছাড়া যুদ্ধ ক্ষেত্রে আহতদের সাহায্য, যেকোন স্থানে মানুষের দুঃখ-দুর্দশা উপশম এবং তা প্রতিকারের উদ্দেশ্যেই রেডক্রস ও রেড ক্রিসেন্টের সৃষ্টি। মানবতার সেবায় নিবেদিত এ সংগঠনটি ১৫২বছরে পা দিয়েছে।