খাগড়াছড়ির জেলার গুইমারা বাজারে,চট্রগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন এর শাখার শো’রুম“শুভ উদ্বোধন” করা হয়েছে।
বুধবার(২মার্চ)জেলার অন্যতম গুইমারা বাজারের কাজী টাওয়ারে দেশের অভিজাত মিষ্টি বিপণী মধুবন শাখার শো’রুম“শুভ উদ্বোধন” করেন,খাগড়াছড়ি জেলার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা বাজার চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন,মধুবন সুইটস্ ইন্ডা:লি:এর পরিচালক নুরুল আবছার,নুরুল হক,নুরুল আমিন,মধুবন সুইটস্ এর গুইমারা শাখার পরিবেশক খন্দকার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাইফুল ইসলাম খন্দকার।এসময় গুইমারা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় খন্দকার সাইফুল ইসলাম জানান,গুইমারা উপেজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মধুবন শো’রুমের । আমরা তাদের প্রত্যাশা পুরুণ করতে পেরে আনন্দিত।