খাগড়াছড়ির গুইমারাতে বিন¤্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে।
বুধবার(২১ফেব্রুয়ারী)সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। উপস্থিত ছিলেন,গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ঝর্ণা ত্রিপুরা,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় অফিসারগণ,সাংবাদিক এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এর আগে দিবসটির প্রথম প্রহরে উপজেলার সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে গুইমারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা প্রশাসন,গুইমারা থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড,আনছার ব্যাটালিয়ন,উপজেলা আওয়ামীলীগসহ সকল অংগ্য সংগঠন,গুইমারা প্রেস ক্লাব।২১ফেব্রুয়ারী সকালে গুইমারা উপজেলা বিএনপি এবং অংগ্য সংগঠন সমুহসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।