২৬ মার্চ মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা,ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সুর্যোদয়ের সাথে সাথে গুইমারা কলেজিয়েট হাই স্কুলের শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে গুইমারা থানা পুলিশ,গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,আনছার,হাফছড়ি ইউনিয়ন পরিষদ,ইউপিডিএফ(গনতান্ত্রিক),জে
গুইমারা সরকারি মডেল হাই স্কুল মাঠে সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, গুইমারা কলেজ, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গুইমারা মাদ্রসা, ও গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষূদে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গুইমারা থানার এস আই আমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন ও সালাম গ্রহণ করেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এসময় অভিবাদন মঞ্চে গুইমারা থানার অফিসা ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন উপস্থিত ছিলেন।সকাল সাড়ে ১১টায় গুইমারা সরকারি মডেল হাই স্কুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্যক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ,গুইমারা সরকারি কলেজের অধক্ষ্য মুহাম্মদ নাজিম উদ্দীন,উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস,পল্লি উন্নয়ন কর্মকর্তা,কামারুজ্জামান,গুইমা