১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত




গুইমারাতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৪, ১৬:৪৪ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৩১বার তপোধ্বনী,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন,আলোচনা সভা,মুক্তিযোদ্ধা সম্মাননা সহ নানা আয়োজন, বিনন্ম শ্রদ্ধা,ভালবাসা ও যথাযোগ্য মর্যাদায় গুইমারাতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা,ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সুর্যোদয়ের সাথে সাথে গুইমারা কলেজিয়েট হাই স্কুলের শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে  গুইমারা থানা পুলিশ,গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,আনছার,হাফছড়ি ইউনিয়ন পরিষদ,ইউপিডিএফ(গনতান্ত্রিক),জেএসএস,গুইমারা প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

গুইমারা সরকারি মডেল হাই স্কুল মাঠে সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, গুইমারা কলেজ, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গুইমারা মাদ্রসা, ও গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষূদে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গুইমারা থানার এস আই আমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন ও সালাম গ্রহণ করেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা উপজেলা নির্বাহী  অফিসার রাজীব চৌধুরী। এসময় অভিবাদন মঞ্চে গুইমারা থানার অফিসা ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন উপস্থিত ছিলেন।সকাল সাড়ে ১১টায় গুইমারা সরকারি মডেল হাই স্কুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্যক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ,গুইমারা সরকারি কলেজের অধক্ষ্য মুহাম্মদ নাজিম উদ্দীন,উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস,পল্লি উন্নয়ন কর্মকর্তা,কামারুজ্জামান,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,বিভাগীয় কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা, হেডম্যান-কার্বারী,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

বাদ জোহর সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী কর্যক্রমে জনমত সৃষ্ঠির জন্য আলোচনা, ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিহেদী আত্মার মাগফেরাত/বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির,গীর্জা,প্যাগোড়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা,মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃকি অনুষ্ঠান এবং এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার  পরিবেশন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET