তীব্র তাপদাহ, খরা, এবং অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায় করেছেন গুইমারা উপজেলার মুসল্লিরা।
গুইমারা জামে মসজিদ কমিটির উদ্যোগে রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় সমজিদ মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়।নামাজ ও মোনাজাত পরিচালনা করেন খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি, গুইমারা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো: ওসমান গণি।
এসময় গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জায়নুল আবদিন সহ উপস্থিত ওলামা মাসায়েখরা বক্তব্য প্রদান করেন।নামাজ শেষে গুইমারায় যুবসমাজ নামাজে আগত মুসল্লী এবং পথচারীদের সরবত বিতরণ করেন।