
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারার দূস্থ ও হত দরিদ্র (প্রায়) ৩০০
পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৬জুলাই)সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত
সদস্য বাবু মেমং মারমার সভাপতিত্বে গুইমারা সরকারি গভার্মেন্ট মডেল হাই
স্কুল এর অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান
সামগ্রী বিতরণ করেন,খাগড়াছড়ির সাংসদ,ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী
বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান কংজুরী চৌধুরী। জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী
অপু।এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের
অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এান সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
বলেন,একে অপরের সহায়তায় পাশে থেকে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে
থাকুন,সুস্থ থাকুন,মহামারী অতিক্রম করে আবারো সুন্দর পৃথিবীতে বাঁচার
স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।সকলকে মাক্স পরিধান করার আহবান জানান
তিনি।
প্রদানকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাউল – ১০ কেজি, ডাল – ১কেজি,
তেল – ১ কেজি, আলু – ২কেজি, লবন – ১/২ কেজি, পেঁয়াজ – ১কেজি।
এান সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান,করোনা মহামারীর
কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। এ সকল সামগ্রী পেয়ে কষ্টেও
কিছুটা হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন দুস্থ মানুষেরা।