খাগড়াছড়ি জেলার গুইমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩মে২০২৪) সকাল ১০ টায় গুইমারা সরকারি মডেল হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,গুইমারা উপজেলা নির্বাহি অফিসার রাজীব চেšধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক গুইমারা শাখার ম্যানেজার ইরফানুল হক,গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, উপজেলা কৃষি অফিসার মুজিবর রহমান, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, মুসলিমপাড়া ২ প্রজেক্ট চেয়ারম্যান আবু তাহেরসহ সরকার কর্তৃক বিভিন্ন উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ সময় সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বক্তারা।
উপস্থিত সকলে বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল, কিন্তু অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি। আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ জানান তাঁরা।