২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গুলিবিদ্ধ সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০১৮, ১৯:৫৭ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  ময়মনসিংহে গুলিবিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাবা ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।

এমএ কুদ্দুস জানান, কে বা কারা শাওনের পেটের ডানদিকে গুলি করে। সাত দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা ১১ দিন জীবনের সঙ্গে লড়াই করে হেরে গেলেন শাওন।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি পুলিশের তদন্তাধীন।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা শাওনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের লোকজনের অভিযোগ, রবিবার মধ্যরাতে জেলা পরিষদ অফিসের সামনে বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছিলেন শাওন। এসময় তাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET