রাজশাহী গোদাগাড়ীতে ১কোটি ৭০ লক্ষ ৮০ হাজার হেরোইনসহ মোঃ মিশু শেখ (২১) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (২৪ মার্চ) ভোর সোয়া ৫টায় গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মিশু শেখ, সে গোদাগাড়ী থানার চরভূবনপাড়া (আষাড়িয়াদহ) গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
রোববার (২৪ মার্চ) দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, রবিবার ভোরে গোয়েন্দা তথ্যের জানা যায়, গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ চরভূবনপাড়া গ্রামে মাদক কারবারী মোঃ মিশু শেখের বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়ীর খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।