নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিলাশ (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার খামানাশপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। রোববার সকাল সোয়া ৭টার দিকে মহাসড়কে উপজেলার সারাংপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এই দুর্ঘটনা ঘটে। একই সময় ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বিলাশ হানিফ গাড়ীর চালক ছিলেন। দুর্ঘটনার পর দূরপাল্লার বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলতাফ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে গোদাগাড়ী কলেজ থেকে একটু সামনে সারাংপুর বড় মসজিদের সামনে হানিফ এন্টারপ্রাইজ ও একতা পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হয়। সকালে একতা পরিবহন বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দশে যাচ্ছিলো এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়তে গিয়ে আবার উঠে রাস্তার মাঝে চলে আসে। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ এন্টারপ্রাইজ বাসের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ বাস চালকের মৃত্যু হয়। এ ঘটনায় অল্পের জন্য দুই বাসের অন্য যাত্রীরা প্রাণে রক্ষা পান। তবে দুর্ঘঘটনায় আহত অন্তত ১০জনকে উদ্ধার করে গোদাগাড়ী স্বাস্থ্যকেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওসি আলতাফ হোসেন আরও জানান, নিহত বিলাশের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দূরপাল্লার বাস দুটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।