
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তজার্তিকমানের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ও সংযুক্ত আরব আমিরাত ভিক্তিক চক্ষু সেবা সংস্থা নুর দুবাই এর সহযোগীতায় গোদাগাড়ীর কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উক্ত ক্যাম্পে চোখের নানা রোগে আক্রান্ত রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগা জেলার ৬’ হাজারের অধিক রোগীর বিনামুল্যে চক্ষু পরীক্ষা, ফ্রি চশমা- ঔষধ বিতরণ ও প্রায় ১ হাজার রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। উক্ত চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন, আলবাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমেদ তাহির আল মিম্বারী। এসময় উপস্থিত ছিলেন, আল-নুর চক্ষু হাসপাতাল, ঢাকার মেডিক্যাল ডিরেক্টর ডা. আবু সাইদ, এইচ. আর নুরুজ্জামান খোশনবিশ, ক্যাম্প ইনচার্জ ওবাইদুজ্জামান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার, গোদাগাড়ী থানার ইনচার্জ আলতাফ হোসেন প্রমুখ। পরে নুর দুবাই এর কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ ইব্রাহিম, লাইসিন চাওলি, আলি জাফরী নিয়ান, ওমর বা ক্যাম্প পরিদর্শন ও রোগিরদের সাথে কথা বলেন। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নুরজাহান (৫০) বলেন, তার বৃদ্ধ পিতাকে চোখ দেখানোর জন্য ক্যাম্পের আগের দিন এ স্কুলে রেখে যান এবং ডাক্তার দেখানোর পর তারা আজকেই (শুক্রবার) তার চোখের ছানি অপারেশনের ডেট দেন এবং রাজশাহী নিয়ে যান। এটা খুবই ভাল কাজ বলে তিনি জানান। আলবাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তা ওয়াহেদ জানান, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরেন্দ্র অঞ্চলে গরম আবহাওয়ার কারণে ছানি রোগির সংখ্যা বেশী । তিনি আরো জানান, ক্যাম্প থেকে প্রায় ১ হাজারের বেশী রোগি পরীক্ষা করে তাদেরকে ফ্রি বাসে করে রাজশাহী মক্কা হাসপাতালে নিয়ে গিয়ে ফ্রি চোখের ছানি অপারেশন, ঔষধ ও লেন্স সরবরাহ ও খাবার-থাকার ব্যবস্থা করা হয়েছে। যা সপ্তাহব্যাপী প্রতিদিন ১২/১৪ জন অভিজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় শ’ খানেক রোগির চোখ অপারেশন করা হবে। রোগিরা সুস্থ হলে তাদেরকে আবার ফ্রি বাসে করে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।