নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ীতে অপস্ এ্যান্ড ইন্টিলিজেন্টস এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় একজন মাদক ব্যবসায়ী তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেছে। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার সময় বগুড়া ৪ আর্ম ব্যাটেলিয়ানের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো নাচোল উপজেলার কাজল পুকুড়িয়া গ্রামের মৃত আমিনের ছেলে সাজাহান আলী (২২) ও শিবগঞ্জ উপজেলার দাদনচক ছাড়তলা গ্রামের নূরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (২৭)। শিবগঞ্জ উপজেলার দাদনচক উদপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে কাইউম (৪৫) পালাতক। বগুড়া ৪ আর্ম ব্যাটেলিয়ানের এস আই আতাউর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ থেকে গোদাগাড়ী অভিমুখী একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে অটোরিক্সার ব্যাটারী রাখার বক্স থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ী সাজাহান ও দুলালকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী অটোরিক্সা চালক পালাতে সক্ষম হয়। অটোরিক্সাটি জবদ্ধ করা হয়েছে। তিনি আরো জানাই, এ বিষয়ে ৩ জনকে আসামী করে মাদক দ্রব্য আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।