নয়া আলো-
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যর পরিকল্পনায় একাধিক গোপন বৈঠক করার কথা সাংবাদিক শফিক রেহমান স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
১৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত বলেন, পুলিশি রিমান্ডে সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টায় পরিকল্পনায় একাধিক বৈঠক করার কথা স্বীকার করেছেন শফিক রেহমান। বৈঠকে হত্যা পরিকল্পনার সংশ্লিষ্টরা সকলেই উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘রিমান্ডে বৈঠকসহ বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়গুলোর তদন্ত চলছে। তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
মনিরুল ইসলাম বলেন, ‘হত্যা চেষ্টায় টাকা লেনদেনের বিষয়েও তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে রিজভী আহমেদ সিজারকে জিজ্ঞাসাবাদ করলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।’
এছাড়াও বিএনপির আরও একজন নেতার নাম জানা গেছে বলে জানান মনিরুল ইসলাম। পরিকল্পনায় লন্ডনেরও কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে জানান তিনি।
এদিকে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, পুলিশ যেটা বলছে, সেটা কোনো স্বীকারোক্তি নয়। তিনি কোন পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন, রিমান্ডে নির্যাতনের কারণে এইসব কথা বলেছেন কি না সেটাও দেখতে হবে। রিমান্ড শেষে ম্যাজিস্ট্রেটের সামনে কী জবানবন্দি দেন সেটাই গুরুত্বপূর্ণ।
গত ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। পরে ডিবির আবেদনে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।