গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের নেতৃত্বে তার কার্যালয়ের সম্মুখ থেকে এ র্যালীটি বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ শেষে পৌর-পার্কে গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও আওয়ামীলীগ নেতা শেখ মোহম্মদ ইউসুফ আলীসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্দ্ধতণ কর্মকর্তা ও কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা ¬প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ র্যালীতে অংশ নেন।
পরে সবাই পৌর পার্কে উন্নয়ন মেলাস্থলে ভিডিও প্রজেকশনের মাধ্যমে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। গোপালগঞ্জের উন্নয়ন মেলায় ৭৩ টি স্টল বসেছে। বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের এ সব স্টল গুলোতে জেলার বিভিন্ন উন্নয়ন ও কর্ম পরিকল্পনা প্রদর্শিত হচ্ছে।