
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবাগত ওসির সাথে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান লুথু, মুক্তিযোদ্ধা কমান্ডা ইনায়েত হোসেন, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, ওসি তদন্ত মো: মাজহারুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, রাতইল ইউপি চেয়ারম্যান বিএম হারুন আর রশিদ (পিনু), পুইশুর ইউপি চেয়ারম্যান আলীউজ্জামান পানা মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মকিমূল ইসলাম মকিম, ফুকরা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক মোল্যা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো: মাসুদ রানা, নিজামকান্দি ইউপি চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্নাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।