১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ চালু ১ মার্চ




গোপালগঞ্জে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ চালু ১ মার্চ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০১৮, ১৮:০১ | 699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জ প্রতিনিধি :

শুধু পুথিগত শিক্ষা নয়, শিশুদেরকে নৈতিক ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষে গোপালগঞ্জে আগামী ১ মার্চ থেকে চালু হচ্ছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম। “স্বপ্ন দেখি ভালো মানুষ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করা হচ্ছে।
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে কর্তৃপক্ষ জানিয়েছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঠদান, সংস্কৃতি চর্চা, ক্রীড়াসহ বিভিন্ন ধরনের অনুশীলন ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দেয়া হবে। আমরা চাই একজন শিশু যোগ্য আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। আর এ জন্য এক ঝাঁক যোগ্য শিক্ষক যারা তরুণ, কর্মচঞ্চল এবং তথ্য প্রযুক্তিতে বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ববধানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
এ উপলক্ষে সোমবার বিকাল ৫ টায় স্কুল এন্ড কলেজের অস্থায়ী ভবনে শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে সুধি সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন অফিসের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল জলিল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ১ মার্চ থেকে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET