গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্কাউট সম্পৃক্ত করণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্্ কামাল। বিশেষ অতিথি ছিলেন স্কাউটস এর জাতীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মহসিন।
জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নাহিদ, প্রমূখ। বক্তারা গোপালগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করার অঙ্গিকার ব্যক্ত করে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। সভায় জেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্দ্ধতণ কর্মকর্তা ও স্কাউটরা উপস্থিত ছিলেন।