গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার সকালে দিনটি পালন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
বিকেলে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, সহ-সভাপতি শেখ রুহুল আমীন, এড.রনজিৎ কুমার গামা, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা কৃষকলীগ সভাপতি লুৎফর রহমান গঞ্জর, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। সকালে সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। পরে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।